ভোলায় বিজেপি'র কমিটি গঠন কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-১০।​

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১১:১৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১১:১৯:২৩ অপরাহ্ন

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি।

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)'র ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত সংঘর্ষে ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ আগস্ট) বিকালে আলীনগর ইউনিয়নে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল যাদুঘর মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু দিন ধরে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি'র কমিটি গঠনের কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় আজ জেলা ও উপজেলা বিজেপি'র নেতৃবৃন্দ আলীনগর ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম শুরু করে।

এরই মধ্যে দুই আহ্বায়ক প্রার্থীর সমর্থকেরা সভাস্থলে জড়ো হয়। সভা চলাকালীন সময়ে আহ্বায়ক প্রার্থী আব্দুল মালেক ডাক্তার এর সমর্থকেরা সভাস্থলে উপস্থিত অপর আহ্বায়ক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনসার ফরাজীর নেতাকর্মীদের উপর চড়াও হয়। এসময় উভয়ের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে।

উপস্থিত নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে উভয়ই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। যা দীর্ঘ সময় স্থায়ী হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নেতৃবৃন্দরা কমিটি ঘোষণা না দিয়েই সভাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।

এ বিষয়ে ভোলা সদর উপজেলা বিজেপি'র ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর নূরনবী বলেন, ঘটনাস্থলে উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে আমরা উভয় পক্ষকে নিয়ে বসে পরে একটি কমিটি ঘোষণা দিবো।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)'র ভোলা জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মোতাসিন বিল্লাহ্ জানান, একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ায় সংঘর্ষের ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, পরে আমরা সেখান থেকে চলে আসি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]