
এম মনির চৌধুরী রানা।
চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের রোগীর সঙ্গে প্রতারনার অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দশ দেওয়া হয়েছে।
‘জেনেটিক ল্যাব’ নামে ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালানো হয় বলে সিভিল সার্জনের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রতারণামূলকভাবে রোগীদের কাউন্সেলিং ও রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারটিতে নেওয়া হত। রোগীদের কাছ থেকেও অভিযোগের সত্যতা মেলে। সে কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘জেনেটিক ল্যাবকে’ জরিমানা করা হয়।
সেইসঙ্গে রোগ নির্ণয়ের পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিয়াজেন্টের ব্যবহার, ট্রেড লাইসেন্স, ফায়ার সেফটি ব্যবস্থা, ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা না থাকা, কোনো চিকিৎসকের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তিপত্র না থাকায় সেটিকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের রোগীর সঙ্গে প্রতারনার অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দশ দেওয়া হয়েছে।
‘জেনেটিক ল্যাব’ নামে ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালানো হয় বলে সিভিল সার্জনের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রতারণামূলকভাবে রোগীদের কাউন্সেলিং ও রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারটিতে নেওয়া হত। রোগীদের কাছ থেকেও অভিযোগের সত্যতা মেলে। সে কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘জেনেটিক ল্যাবকে’ জরিমানা করা হয়।
সেইসঙ্গে রোগ নির্ণয়ের পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিয়াজেন্টের ব্যবহার, ট্রেড লাইসেন্স, ফায়ার সেফটি ব্যবস্থা, ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা না থাকা, কোনো চিকিৎসকের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তিপত্র না থাকায় সেটিকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।