মোহনপুরে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষীকে জিম্মি করে কোল্ড স্টোরেজে ডাকাতি।​

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৯:৫৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৯:৫৫:০৭ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে দেশ কোল্ড স্টোরেজে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতি হয়েছে বলে জানা গেছে।

এতে নগদ অর্থ ও প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। বুধবার গভীর রাতে উপজেলার কানাইখালী এলাকায় অবস্থিত ওই হিমাগারে এ ঘটনা ঘটে।

হিমাগার কর্তৃপক্ষ জানায়, ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হিমাগারের ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীসহ ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা পাওয়ার হাউস, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগ থেকে নতুন ও পুরোনো ধাতব মালামাল লুট করে নেয়। একই সঙ্গে শ্রমিক সরদারের কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান বলেন, ডাকাতেরা তালা ভেঙে যন্ত্রাংশ, গান মেটাল, জার্নাল বিয়ারিংসহ ওয়ার্কশপ হাউসের বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে ভোররাতে এক শ্রমিক কৌশলে হাত খুলে ফেলেন এবং হুইসেল বাজলে অন্য শ্রমিকেরাও মুক্ত হন।

জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে আমরা দ্রুত হিমাগারে যাই। ঘটনাটি নিয়ে গভীর ভাবে করা হচ্ছে। হিমাগারের কেউ ডাকাতির সাথে জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]