
নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৩ এর অভিযানে রংপুর জেলার তারাগঞ্জ থানার চাঞ্চল্যকর ভ্যান ছিনতাইসহ হত্যার ঘটনায় ০৩ জন আসামী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্র হৃদয়ে ধারন করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চাঞ্চল্যকর হত্যা, দস্যুতা, অপহরণ, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর এজাহার থেকে জানা যায় যে, গত ২৭/০৭/২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় ভিকটিম মোঃ ইরফান ওরফে আরমান আলী বাবু তার বাবার ভ্যান নিয়ে বুড়িরহাট বাজারের দিকে যায়। পরবর্তীতে ভিকটিম রাতে বাসায় না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করে। খোঁজাখুজির এক পর্য়ায়ে ইং ২৯/০৭/২০২৫ খ্রিঃ তারিখে সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় বাদীর ভাগনী আনিছা বেগম মোবাইল ফোনে বাদীকে জানায় তার ছেলে ইরফান ওরফে আরমান আলী বাবু এর গলাকাটা মৃতদেহ ২নং কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর আদর্শপাড়া গ্রামস্থ দবির উদ্দিন, পিতা- মৃত আশরাফ উদ্দিন এর বাঁশঝাড়ের পূর্ব পার্শ্বে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
ভিকটিমের পরিবার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়, এবং ইরফান ওরফে আরমান আলী বাবু এর নিথর মৃতদেহ দেখতে পায়। অজ্ঞাতনামা কে বা কারা ধারালো অস্ত্র দ্বারা ইরফান ওরফে আরমান আলী বাবু অর্থাৎ ভিকটিমকে গলা কেটে ঘাড়ের বিভিন্ন যায়গায় গুরুতর রক্তাক্ত জখম করে এবং তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর জেলার তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-১৪/৮৯, তারিখ-২৯/০৭/২০২৫ ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
উক্ত বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিএসসি, রংপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল ইং ০৬ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যা ১৯.৩০ ঘটিকার সময় রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন মধুপুর ইউনিয়ন এর বোটঘর গ্রামস্থ রংপুর থেকে বদরগঞ্জগামী পাকা রাস্তার পাশে বাপ্পি এর গদি ঘরের সামনে থেকে অভিযান পরিচালনা করে হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত ০৩ (তিন) জন পলাতক আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীগনঃ-
১। মোঃ শরিফুল (২২), পিতা- হোসেন আলী, সাং-উত্তম মোশারফ পূর্ব পাড়া, থানা ও জেলা- নীলফামারী।
২। মো: বাবু (২৫), পিতা- মৃত আকিবার হোসেন, সাং-বিস্মরি চাঁদের হাট, থানা ও জেলা- নীলফামারী
৩। মো: রবি (২২), পিতা- মো রফিকুল, সাং-পঞ্চপুকুর,থানা ও জেলা- নীলফামারী।