
বাকেরগঞ্জ প্রতিনিধি।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত নিয়ম বহাল রাখার দাবীতে আজ সারা দেশের ন্যায় প্রধান উপদেষ্টা র বরাবরে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বাকেরগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ। বৈরী আবহাওয়া মধ্যেও আজ বিকেল ৪ টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর মাধ্যমে স্মারকলিপি দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বাকেরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো শহিদুল ইসলাম, মো কবির হোসেন, মো শহিদুল ইসলাম বাদল, মশিউর রহমান সুমন, মো রোকোনুজ্জমান চপল, মাসুদ রানা, হুমায়ুন কবির, মো জাকির হোসেন মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।