
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম।
বর্ষার কারণে চট্টগ্রামর জুড়ে বেড়েছে সাপের উপদ্রব, বোয়ালখালীতে সাপের কামড়ে এক তরুণের মৃত্যু হয়েছে, এমন পরিস্থিতিতে আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে কাছে প্রশ্ন করেছি সাপে কাঁটা রোগীর বিষয়ে বোয়ালখালীবাসী এখন উদ্বিগ্ন সাপে কাঁটলে কোথায় যাবে? এন্টিভেনম বোয়ালখালীতে আছে কিনা।
ডাঃ জাফরিন জাহেদ জিতি (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা): আমরা অ্যান্টিভেনমসহ সাপে কাটা রোগীর চিকিৎসা সামগ্রী রেডি রেখেছি। সকল ডাক্তারদের কে সাপে কাটা রোগীর বিষয়ে ট্রেনিং দেয়া আছে। তাছাড়া সাপে কাটা রোগীর বিষয়ে আমাদের ডাক্তাররা যাতে যেকোন সময় পরামর্শ করতে পারে সে ব্যাপারে আমরা আমাদের মেডিসিন বিশেষজ্ঞকে ফোকাল পার্সন করে ২৪ ঘন্টা যাতে উনি ডাক্তারদের প্রয়োজন মোতাবেক পরামর্শ দিতে পারেন সে ব্যবস্থা রেখেছি।
কিন্তু উপজেলা পর্যায়ে আইসিইউ সাপোর্ট না থাকায় বেশি খারাপ রোগীকে রেফারের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রেও আমরা অ্যান্টিভেনম দিয়ে রেফার করবো। তবে সাপে কাটলে অবহেলা না করে দ্রুত বোয়ালখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন। এক্ষেত্রে প্রতি সেকেন্ড দেরি মানে জীবন বাঁচানোর সম্ভাবনা কমে যাওয়া।