
নিজস্ব প্রতিবেদক : ধর্ষণ মামলার আসামী শেখ তামিম (১৯) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
গত ২৪/০৮/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় পঞ্চম শ্রেণী পড়–য়া ভিকটিম (১৩) তাদের বসত বাড়ীর পাশ দিয়ে প্রতিবেশী শেখ সেতুল এর বাড়ীতে দুধ আনার জন্য যাওয়ার পথে আসামী শেখ তামিম (১৯) এর সাথে দেখা হলে ভিকটিমকে ডাকাডাকি করে। ভিকটিম ডাকে সারা না দিলে দুধ নিয়ে ফিরে আসার সময় আসামী শেখ তামিমের বাড়ীর নিকট পৌঁছাইলে পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিমকে মুখ চাপিয়া ধরিয়া আসামীর বসতঘরের ভেতরে নিয়ে ভয়ভীতি দেখাইয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিমের মা ফরিদপুর জেলার সদরপুর থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ১০, তারিখ- ২৮/০৬/২০২৫ খ্রি., ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত/২০০৩) এর ৯(১) রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৭/০৮/২০২৫ তারিখ রাত আনুমান ০১.০০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১১ এর সহযোগীতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী শেখ তামিম (১৯), পিতা- শেখ বাবু @ কান্টু, সাং- লোকমান খার ডাঙ্গী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।