
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর।
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন চান্দুপাড়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে ১৭ বোতল ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ী আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম আব্দুল জলিল (৪০), তিনি চান্দুপাড়া, গ্রামের মৃত শাহাবুদ্দিন ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল জলিল তার নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদক বিক্রয়ের জন্য সংরক্ষণ করছিলেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিটের লেঃ নাজমুল এর নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযানে তার কাছ থেকে ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিটের লেঃ নাজমুল এর নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযানে তার কাছ থেকে ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক লে: নাজমুল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে।