কালীগঞ্জে জুলাই শহীদের কবর জিয়ারত করেন উপজেলা প্রশাসন।

আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৬:৪৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৬:৪৫:৪৭ অপরাহ্ন

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর।

গাজীপুরের কালীগঞ্জ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাকারিয়া হাসানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন। জাকারিয়া হাসান জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৮ জুলাই পুলিশের গুলিতে ঢাকায় শহীদ হয়।

মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে উপজেলার পৌর এলাকার দেপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাকারিয়া হাসানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মৎস কর্মকর্তা সুলতানা রাজিয়া, তথ্য আপা সুহা তামান্না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দফতরর প্রধানগণ।

আরও উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, জুলাই যুদ্ধে অংশগ্রহনকারী শিক্ষার্থীবৃন্দ ও গণমাধ্যকর্মী প্রমুখ

পরে জুলাই যুদ্ধে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কালীগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ রুহুল আমীন গাজীপুরী।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]