
মুলাদী প্রতিনিধিঃ
আজ ৫ই আগষ্ট মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা মজলিশে শুরা সদস্যও উপজেলা আমীর মাওলানা আবু সালেহর সভাপতিত্বে অনুষ্ঠিত গণ মিছিল এবং সমাবেশে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর, বরিশাল-৩ (মুলাদী -বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ জহির উদ্দীন মোহাম্মদ বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শুরা সদস্য ও উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল মালেক, উপজেলা সেক্রেটারি ডা: মাওলানা মোরশেদ আলম, জেলায ইউনিট সদস্য ও জেলা প্রচার বিভাগের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম সাঈফী, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মোতালেব, সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আহাদ, পৌর আমির জনাব হুমায়ুন কবির, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি সানাউল্লাহ সাজিদ, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাস্টার মাইনুদ্দিন, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মাহমুদুল হাসান সোহাগ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বাবর বলেন, আজকের এই সমাবেশে আবারো জানিয়ে দিতে চাই, জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার দোষরদের বিচারের পূর্বে বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না, বাংলাদেশের জনগন হতে দেবে না। ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমেই বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ।
গনমিছিল ও সমাবেশে বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।