
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আবারও অগ্নিকাণ্ড হয়েছে। সোমবার (৪-আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর টিআর-২ নম্বর ব্রেকার ও সিটিতে আকস্মিকভাবে আগুন লাগে।
পাওয়ার গ্রিড কোম্পানি সূত্রে জানা গেছে, ব্রেকারে হঠাৎ ‘ফ্ল্যাশিং’ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও গ্রিড কর্মকর্তারা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়ে পুরো উপকেন্দ্র অচল হয়ে পড়ে। ঘটনার পরপরই পাওয়ার গ্রিড কোম্পানির প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেন। তবে ক্ষতির পরিমাণ এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
এ ঘটনায় হবিগঞ্জ জেলার শাহজিবাজার, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, নবীগঞ্জসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বন্ধ হয়েছে চা বাগান, শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রম। জনজীবনে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।
পিডিবির প্রধান প্রকৌশলী আবদুল মান্নান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাওয়ার গ্রিড কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ চলছে। তবে প্রযুক্তিগত জটিলতার কারণে কিছুটা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।