চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান লাশ উদ্ধার

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৩:৫৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৩:৫৩:৫২ অপরাহ্ন
 

এম মনির চৌধুরী রানা 

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাব থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে  নিশ্চিত করেছেন কোতোয়ালীর সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান।


তিনি বলেন, খবর পেয়ে আমরা চট্টগ্রাম ক্লাবে এসে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ এখনো চট্টগ্রাম ক্লাবে রয়েছে। পরিবারের জন্য অপেক্ষা করছি। পরিবারের সদস্যরা এলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।


উল্লেখ্য, হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাপ্রধান হন এবং ২০০২ সালের ১৬ জুন তিনি অবসরে যান। চাকরি থেকে অবসরের পর হারুন অর রশিদ ডেসটিনি গ্রুপের সভাপতি হন। গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় সাবেক সেনাপ্রধান হারুনকে কারাগারে যেতে হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]