সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নোয়াখালীর জহির

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০২:৩৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০২:৩৪:৫৭ অপরাহ্ন
 

‎নিজস্ব প্রতিনিধি।

‎
‎সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন দৈনিক তৃতীয় মাত্রা এর নোয়াখালী জেলা প্রতিনিধি জহিরুল হক জহির। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ‎রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

‎

‎অনূষ্টানে বিশেষ অতিথি ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

‎
এ সময় আরো উপস্থিত ছিলেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।

‎
জহিরুল হক জহির অনেক বছর যাবত একজন ভালো রিপোর্টার্স হিসেবে কাজ করছেন। ২০০৯ জহিরুল হক জহির বিভিন্ন মিডিয়ায়  প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০২১ সাল থেকে তিনি দৈনিক তৃতীয় মাত্রায় কাজ করছেন।


দীরঘ ১৫ বছর ধরে তিনি ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ ও সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির মাধ্যমে মানবাতা ও মানবাধিকারের পক্ষে কাজ করে যাচ্ছেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]