মধ্যপাড়ায় বাড়ীঘর ভাংচুর ও লুটপাট সেনাবাহিনীর হাতে যুবক আটক।

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০২:২৮:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০২:২৮:২৮ অপরাহ্ন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় হামলা চালিয়ে বাড়ীঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এসময় মোছাব্বর আলী নামে এক যুবক সেনাবাহিনীর হাতে আটক হয়।


গত শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্যপাড়া পাথর খনি সংলগ্ন পলিপাড়া গ্রামে। এঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হোসেন বাদী হয়ে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।


অভিযোগ সুত্রে জানা যায়, পলিপাড়া গ্রামের দেলোয়ার হোসেন পৈত্রিক সুত্রে পাওয়া জমিতে বসবাড়ী নির্মাণ করাসহ সেখানে দোকানপাট স্থাপন করে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে।


কিন্তু সম্প্রতিকালে ওই জমির অংশ মালিকানা দাবী করেন, পাশর্^বর্তী খাগড়াবন্দ গ্রামের ডা.নাসিমুল ইসলাম। তিনি গত শুক্রবার দুপুরে ভাড়াটে লোকজন নিয়ে এসে দেলোয়ারের বাড়ীঘর ও দোকানপাট ভাংচুর করে। এসময় ভাংচুরকারীরা নগদ টাকাসহ দোকানের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তাতক্ষণিক ভুক্তভোগী দেলোয়ার হোসেন স্থানীয় মধ্যপাড়া সেনাবাহিনীর ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে মোছাব্বর আলী নামক ওই যুবককে আটক করলেও অন্যান্য দুর্বৃত্তরা পালিয়ে যায়। এব্যপারে দেলোয়ার হোসেন বাদী হয়ে মধ্যপাড়া সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন।


ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, নাসিমুল ডাক্তার সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে আমার বাড়ীঘর ও দোকান পাট ভাংচুর করেছে। ভাংচুরকারীরা ভাংচুর করার পাশাপাশি আমার দোকান ঘরের বিভিন্ন মালামাল লুটপাট করেছে। এতে করে আমার প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ঘটনার পরপরই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে অবগত করলে তিনি আমাকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দাখিল করার পরামর্শ দেয়। 


এবিষয়ে অভিযুক্ত নাসিমুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, দেলোয়ারের একজন ওয়ারিশের কাছ থেকে আমি আশি শতাংশ জমি ক্রয় করেছি। গত শুক্রবার দুপুরে আমি আমার ক্রয়কৃত জমিতে বেড়া দিতে গিয়েছিলাম। এরপর শুনতে পেলাম কে বা কারা দেলোয়ারের বাড়ীঘর ভাংচুর করেছে। এই বিষয়টি আমার আদৌ জানা নেই।


মধ্যপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উজ্জল কুমার মৈত্র সাংবাদিকদের বলেন, সৃষ্ট লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা  গ্রহন করা হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]