উজিরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের পেঁপে সহ ফলের বাগান কেটে- জমি দখলের চেষ্টা।

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০১:৪৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০১:৪৮:০৫ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক। 

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠি গ্রামে বীর মুক্তিযোদ্ধা পরিবারের পেঁপে সহ ফলের বাগান কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 


অভিযোগ, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, বামরাইল ইউনিয়নের ভরসাকাঠি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লার ৭৯ নং ভরসাকাঠী মৌজার দুইটি খতিয়ানে ৮টি দাগ থেকে ৭০ শতাংশ জমি ১৯৫১ সালে ক্রয় করেন হঠাৎ ০৩ আগস্ট সকাল ৯ টায় একই গ্রামের ভূমিদস্য নামে খ্যাত কালুর পুত্র মহিউদ্দিন কিনাই (৩৫) নেতৃত্বে, নূর মোহাম্মদের এর দুই পুত্র মনিরুল ইসলাম (২৮) ও জহিরুল ইসলাম (৩২),দুলাল হাওলাদারের পুত্র ওয়াসিম (৩২),জহিরুল ইসলাম এর পুত্র জিসান (১৮) 1সহ অজ্ঞাত চার-পাঁচজন সশস্ত্র সন্ত্রাসী নিয়ে বীর মুক্তিযোদ্ধা পুত্র আনোয়ার হোসেন নাসিরের বাণিজ্যিক ভিত্তিতে রোপণ কৃত পেঁপে বাগান সহ বিভিন্ন প্রজাতির ফলের বাগান কেটে বিনষ্ট করে দখলের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন জরুরী সেবা ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


বীর মুক্তিযোদ্ধার পরিবারের জমি দখলের বিষয়ে মহিউদ্দিন কিনাই জানান, এই জমি আমাদের বিএস রেকর্ডে খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে তাই এ জমি আমাদের তাই দখল করতে এসেছিলাম। 


এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]