ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪।

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৭:৩৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৭:৩৯:৫১ অপরাহ্ন
 
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।  

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তাত্ক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।  
 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বিকেলে ওই মহাসড়কের রামপুর নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার সংঘর্ষ হয়।
 

এতে, ঘটনাস্থলেই মোটরসাইকেলের চারজন আরোহী নিহত হন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]