ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই কর্তৃক বড় ভাই ও ভাবির উপর অতর্কিত হামলা মারপিটের অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সোনাখালী এলাকার আব্দুল তালুকদার তার ছেলে - মেয়েদের মাঝে কিছু জমি ভাগ বাটোয়ারা করে দিয়েছেন। সেই সুবাদে বড় ছেলে আজিজুল হক তার নিজ জমিতে আবাদকৃত আখক্ষেতে মাটি দিতে গেলে ছোট ভাই মাজেদুল হক তাকে কাজে বাধা প্রদান করে। এসময় আজিজুল ও তার স্ত্রী পারভিন আক্তার বাধা দিবার কারন জানতে চাইলে মাজেদুল হক তার স্ত্রী মমতাজ ও ছেলে মারুফ ক্ষিপ্ত হয়ে পারভিন আক্তারের উপর দেশীয় অশ্র নিয়ে হামলা চালায়। মাজেদুল হক গংরা পারভিন আক্তারের মাথায় ও শরীরে দা' দিয়ে আঘাত উপর্যুপরি আঘাত করতে থাকে।
পরে আজিজুল হক ফিরাতে গেলে মাজেদুল গংরা তাকেও মারপিট করে। পরে স্থানীয়রা গুরুতর আহত পারভিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে, মারপিটে আহত পারভিনের অবস্থা সংকটাপন্ন। সে এখন কাউকে চিনতে পারেন না এবং একা চলতেও পারেন না। এমন ন্যাক্কার জনক ঘটনার বিচার চেয়েছেন পারভিনের পরিবার।
আজিজুল হক বলেন, আমাদের কোন সন্তান না থাকায় আমার ভাই মাজেদুল আমার জমিজমা জোরপূর্বক দখল করতে চায়। তাই তারা আমাদের কে হত্যার উদ্দেশ্য এমন হামলা চালিয়েছে। আমরা মরে গেলেই আমাদের সব সম্পদ তারা নিয়ে নিতে পারবে।
এ ঘটনার সঠিক বিচার প্রার্থনা করেন তিনি। এ ঘটনায় আজিজুল হক বাদী হয়ে মাজেদুল হক (৪০), 6মমতাজ (৩৫) ও মারুফ (১৮) কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।