চট্টগ্রামে "জুলাইয়ের মায়েরা" শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত।

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৫:৫৬:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৫:৫৬:৫২ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা। 

শনিবার বিকাল ৪:০০টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক, চট্টগ্রাম ফরিদা খানম -এর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো “জুলাইয়ের মায়েরা”শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: জিয়াউদ্দীন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। 


অনুষ্ঠানে জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাহসী সন্তানদের মায়েরা এবং স্বজনবৃন্দ উপস্থিত ছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ডকুমেন্টারি সিরিজ “July Mothers: Their Eyes Remember” এর প্রথম ছবি “Will you ever sleep, ma?” প্রদর্শিত হয়, যা উপস্থিত সকলকে গভীরভাবে আলোড়িত করে।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক চট্টগ্রাম শহীদ মায়েদের অদম্য সাহস, আত্মত্যাগ এবং গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে তাঁদের অমূল্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “জুলাইয়ের শহীদরা তাঁদের জীবনের বিনিময়ে আমাদের গণতন্ত্র, ন্যায় ও স্বাধীনতার পথ উন্মুক্ত করেছেন। আজ তাঁদের স্মরণ করে আমরা প্রতিজ্ঞা করি— স্বচ্ছতা, মানবিকতা ও ন্যায়ের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।”


অনুষ্ঠানে অভিভাবকগণ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, এবং শহীদদের স্মৃতি সংরক্ষণ ও তাঁদের স্বপ্ন বাস্তবায়নে অব্যাহত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।


প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন শহীদ মায়েদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে আমরা ইতিহাসকে জীবন্ত রাখব এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করব।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মোহাম্মদ জাবেদুর রহমান, অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, চৌধুরী রওশন ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ চট্টগ্রাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]