ঠাকুরগাঁও ইউএনওথর নির্দেশে মন্দিরের জায়গা রাস্তা নির্মাণের।

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১১:৫৭:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১১:৫৭:০৫ অপরাহ্ন

রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।   

ঠাকুরগাঁওয়ে মন্দিরের জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণের নির্দেশ দেয়ার অভিযোগ উঠেছে ইউএনওথর বিরুদ্ধে। গতকাল (৩০ জুলাই) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা ইউনিয়নে অবস্থিত বলিদ্বারা দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। আর এ ঘটনাকে কেন্দ্র করে, আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হিন্দু স¤প্রদায়ের মানুষেরা রানীশংকৈল উপজেলা কার্যালয়ের সামনে নির্বাহী কর্মকর্তা ইউএনওথর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে হিন্দু স¤প্রদায়ের মানুষেরা।   


এসময় হিন্দু স¤প্রদায়ের মানুষেরা মুহুমুহু স্লোগান তুলে বলেন, মন্দিরের জায়গা দখল কেনো, প্রশাসন জবাব চাই, জবাব চাই, প্রশাসন চুপ কেনো, জবাব চাই জবাব চাই।   

কর্মসুচির চলাকালে ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভকারি বলেন, ইউএনও সাহেব এই সাহস পেল কথায় ,মন্দিরের জমি দখল করে একক ব্যাক্তির জন্য রাস্তা নির্মানের নির্দেশ দেন। তিনি রক্ষক হয়ে ভক্ষকের মত কাজ করেছেন। মন্দিরের জায়গায় কোনভাবেই রাস্তা হতে দিবো না।   


তারা অভিযোগ করে বলেন, ইউএনওথর নিজে দাড়িয়ে থেকে মন্দিরের ঘেরা বেড়া ও মন্দিরের সামনে রোপনকৃত কলাগাছ কর্তনের নির্দেশ দেন প্রবাসীর জমি দেখভাল করেন শফিকুলকে। যা তিনি করতে পারেন না। কতটুকু জমি মন্দিরের তা না দেখেই অন্যায়ভাবে অজ্ঞাত কারনে অন্যজন্তে সুবিধা দিতেই তিনি এই কাজটি করেছেন বলে অভিযোগ করে বিক্ষুদ্ধরা।   


এ বিষয়ে বলিদ্বারা দূর্গা মন্দির কমিটির সভাপতি সেবু লাল জানান, দেশ স্বাধীনের পর থেকেই এই মন্দিরে পুজা আরচনা হয়ে আসছে। ইউএনও সাহেব মন্দির কমিটিকে না জানিয়ে ক্ষমতার দাপটে এই কাজটি করেছেন। মন্দিরের জায়গার উপর দিয়ে জোর করে রাস্তা করে দিতে চেয়েছিলেন তিনি। প্রতিবাদের কারনে পারেন নি। মন্দির কমিটি কখনই জায়গা ছেড়ে দিবে না।   

আর এ বিষয়ে রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান জানান, পাশেই বাজারের জমি আরেক পাশে মন্দিরের। এই দুই স্থাপনার মাঝখানে জায়গা নিয়ে জটিলতা হয়েছি। পরে বিষয়টি সমাধান হয়েছে। এর বাইরে কোন কথা বলতে রাজি হয়নি তিনি। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]