
সুমন মন্ডল-পাবনা প্রতিনিধি।
পাবনার ফরিদপুর উপজেলার ছোট গোলকাটা গ্রামে বড়াল নদীতে গোসল করতে নেমে একই পরিবারের দুই প্রথম শ্রেণির স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন- মাসুম বিশ্বাস (৭), পিতা আসাদ বিশ্বাস এবং আবির বিশ্বাস (৭), পিতা আলমাস বিশ্বাস। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই এবং স্থানীয় ছোট গোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম ও আবির খেলনা নিয়ে খেলা করতে করতে পরিবারের অগোচরে নদীর ধারে চলে যায়। কিছুক্ষণ পর আবিরের মা ছেলেকে খুঁজতে গিয়ে নদীর তীরে পড়ে থাকা শিশুদের খেলনা ও স্যান্ডেল দেখতে পান। তখনই আশঙ্কা করে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। তবে শিশুদের কোথাও খুঁজে না পেয়ে তিনি পানি থেকে উঠে এসে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।
পরে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি নদীতে নেমে তল্লাশি চালিয়ে তাদের দু’জনকেই অচেতন অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
পরিবার ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, মাসুম ও আবির সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে তারা নদীতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।