নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল পুলিশের হাতে আটক-৪, জামায়াতের তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল।

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১১:০৯:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১১:০৯:০৩ অপরাহ্ন

নোয়াখালী (বেগমগঞ্জ) প্রতিনিধি।  ​

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মিরা ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়কে মিছিল করে তারা। পরে চৌমুহনীর বাজারের হাসান সড়কে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ, হাসান, রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।  


স্থানীয়রা জানায়, বিকেলে পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় ২৫ থেকে ৩০ জন কিশোর–তরুণকে কয়েকটি ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায়। মিছিলে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেন। স্থানীয় নেতা শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যবব্ধ বলে স্লোগান দিয়ে মিছিল শেষ করে।  


এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।   

 
এদিকে ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখা ও ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সন্ধ্যায় চৌমুহনী হোসেন মার্কেটের সামনে থেকে শুরু করে ডেল্টা গেইট হয়ে কাচারিবাড়ী মসজিদ হয়ে বড় পোলে এসে শেষ হয়।


এতে নেতারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগের রাজনীতি ও বিভিন্ন মিছিল মিটিংয়ের ব্যাপারে প্রশাসনকে সর্তক থাকার আহবান করেন।


এ সময় উপস্থিত ছিলেন, চৌমুহনী শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি  এডভোকেট মিজানুর রহমান, শরীফপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোজাম্মেল হোসেন। যুব বিভাগের সভাপতি নুর উদ্দিন সেক্রেটারি গোলাম রাব্বানী ইমন কলেজ শিবির সভাপতি খালেদ সাইফুল্লাহ সেক্রেটারি মোসলেহ উদ্দিন শহর সভাপতি মোনায়েম হোসেন তাইমিয়া সহ আরো অনেকেই।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]