নাইক্ষ্যংছড়ি-বাইশারীতে সাত বছরের শিশু অপহরণ, সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব।​

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৬:১১:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৬:১১:৫৬ অপরাহ্ন

হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ পার্বত‍্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ও ভয়াবহ অপহরণের ঘটনা। ২৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাপ্পি নামের সাত বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 
জানা যায়, অপহৃত শিশু বাপ্পি সৌদি প্রবাসী সাবুল কাদের ও গৃহবধূ শাহেদিয়া দম্পতির একমাত্র সন্তান। ঘটনার সময় গভীর রাতে মুখোশ পরিহিত অস্ত্রধারীরা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের আতঙ্কিত করে তোলে এবং কোনো রকম বাধা দেওয়ার সুযোগ না দিয়েই শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

 
পরিবার সূত্রে জানা গেছে, অপহরণকারীরা সবাই বাঙালি ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পরপরই পরিবারটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়ে যোগাযোগ করে। তবে ৩০ জুলাই সকাল ১০টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।

 
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাঝিরি এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ কালু এবং সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম জানান, অপহরণকারীদের দ্রুত চিহ্নিত করে শিশুটিকে উদ্ধারের দাবিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা প্রশাসনের প্রতি জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।

 
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”

 
এদিকে, শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। অতি দ্রুত শিশুটির সন্ধান এবং অপহরণকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ চায় পুরো বাইশারী এলাকা।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]