মির্জাগঞ্জে মহা-সড়কে ছোট ছোট পুকুর।

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১০:৩৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১০:৩৮:৪৮ অপরাহ্ন
 
 
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে মহা-সড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে ছোট ছোট পুকুর। একারণে ওই সড়ক দিয়ে যানবাহন চালাতে চালকদের হিমসিম খেতে হচ্ছে।


যেকোনো মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা। পথচারীদের জন্যও ওই সড়কটি হয়ে উঠেছে কষ্ট ও বিভ্রান্তির কারণ। এমনই চিত্র দেখা গেছে, বরগুনা-বাকেরগঞ্জের মহা-সড়কের সুবিদখালী হযরত ইয়ার উদ্দিন খলিফা ব্রীজ থেকে তিন রাস্তার মোড় এলাকা পর্যন্ত। 


জানা যায়, দীর্ঘদিন ধরে পিচ ঢালাই ওই সড়কটি এমন করুণ অবস্থায় পরে আছে। বর্তমানে টানা বৃষ্টির কারণে যানবাহন চলাচলে প্রায় অনুপযোগী হয়ে পরেছে সড়কটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢালাই ভেঙে সড়কটির উপর ছোট বড় ঘনঘন গর্ত।


আর গর্তগুলিতে বৃষ্টির পানি জমে পুকুরের ন্যায় তৈরি হয়েছে। বাস, ট্রাক, রিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচলে খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে। গাড়ী চলার সময় পথচারীদের শরীরে কাঁদা পানি ছিটে পোশাকাদি নোংরা হচ্ছে। ওই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি তুলেছেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]