
মোঃ অপু খান চৌধুরী। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, কাঠাল ও জাম গাছের চারা বিতরণী কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। গতকাল ২৮ জুলাই (সোমবার) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোখলেছুর রহমানের সঞ্চালনায় ও ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা জাহান বলেন, আমরা সবাইকে বৃক্ষ প্রেমী হতে হবে এবং গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে পরিবেশ আরও সুন্দর হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থীদের মাঝে ৪ টি করে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপসহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সামিনুল ইসলাম ভূঁইয়া, মোজাম্মেল হক বাসির, রেদওয়ান, তাসলিমা, নাসিমা, ফাতেমা, তানিয়া, সাদিয়া ফাতেমা আফরিন, চান্দলা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক অপু খান চৌধুরী, টাটেরা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মোমিন আখন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।