
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে ভেলাপুর গ্রামে ইয়ামিন মিয়া (৬) নামে এক শিশু পুকুরে পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু রমজান মিয়ার ছেলে। সোমবার ( ২৮ জুলাই) দুপুরে বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় শিশু। পরিবার অনেক খুঁজাখুঁজির পর পুকুরের ডোবা পানিতে ভেসে ওঠে। এসময় গ্রামের লোকজন পুকুরের পানি থেকে উদ্ধার করে ইয়ামিন মিয়াকে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসক শিশু ইয়ামিন মিয়া কে দেখে মৃত্যু ঘোষণা করেন। মাধবপুর উপজেলা থেকে ফিরে : সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি, মোবাইল : ০১৭১১- ১৫৯ ৪৪৭।