
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি), বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত মাদক কারবারি পিয়ারুল।
পিয়ারুল বিভিন্ন গণমাধ্যমকে দাবি করেছেন, গত (২৪ জুলাই) দিনগত রাত ১২টার দিকে ডিএনসি তার বাড়িতে নাহিদ নামে এক দালালের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করেছে। ওই সময় তল্লাশির নামে রাতভর হয়রানি ও নির্যাতন চালায় বলে অভিযোগ করে পিয়ারুল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাহান বলেন, তারা পরমানন্দপুর গ্রামের পিয়ারুলের বাড়িতে রাত ১২টার পর অভিযান পরিচালনা করেন। পিয়ারুল মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িত এবং এলাকার চিহ্ধিসঢ়;নত ও পেশাদার মাদক কারবারী। সে দীর্গদিন যাবত ডিএনস্র নজরদারিতে ছিল।
গত ২৪ জুলাই মাদক আছে এমন তথ্যের ভিত্তিতে পিয়ারুলের বাড়ি ঘেরাও করা হয়। ওই সময় প্রতিবেশীদের উপস্থিতিতে তার বসত ঘরে তল্লাশি করা হয়। তল্লাশিতে মাদক উদ্ধার হয়নি, বেশ কিছু সন্দেহজনক জায়গা রাতভর অনুসন্ধান করা হলেও পিয়ারুলকে খুঁজে পাওয়া যায়নি। পরেন দিন সকাল ৬টার পর উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করে অভিযান সমাপ্ত করা হয়।
তিনি আরও বলেন, অপপ্রচার করেছে যারা মাদক প্রবাহ নিয়ন্ত্রণ করে তারাই, যা নিন্দনীয়। ডিএনসি সব অভিযান আইনগত সীমার মধ্যে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এলাকাবাসী জানান, পিয়ারুলের অভিযোগ ভিত্তিহীন, ডিএনসি সুষ্ঠুভাবে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গেছে তবে পিয়ারুল গোদাগাড়ী চিহ্নিত এক গডফাদারের ঘনিষ্ট সহযোগী। সেই গডফাদারই রাজশাহী নগরীতে বসে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।
রাজশাহী নগরীর মির্কামারীতে গায়ের জোরে সিমানা প্রাচির ভাঙ্গার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে নগরীতে রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী আবুল হোসেন (৫৪) নামের এক ব্যাক্তির সিমানা প্রাচির ভাঙ্গার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাবলু ও মেরাজের বিরুদ্ধে। সোমবার ভোররাতে নগরীর কাটাখালী থানার মির্কামারী পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে প্রতিকার পেতে ভুক্তভোগী গণ্যমান্য ব্যাক্তিদের দারস্থ হচ্ছেন। ভুক্তভোগী আবুল হোসেন কাটাখালী থানার মির্কামারী পূর্ব পাড়া এলাকায় মৃত আমজাদ আলী মন্ডলের ছেলে।
তিনি জানান, আমার পিতার ১০ শতক জমি তিন ভাই বন্টন করে নিজ নিজ নামে খারিচ করেছি। ওই জমির উত্তর পাশে ৩ফিট রাস্তা ছেড়ে সিমানা প্রাচির নির্মান করা হয়েছে। কিন্তু প্রতিবেশী বাবলু ও মেরাজ রাস্তার অতিরিক্ত আরও ১ফিট জমি ছাড়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর রাতে কৌশলে তারা আমার সীমানা প্রাচির ভেঙে ফেলে। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন কাটাখালী থানার এসআই সুমন।
তিনি আরও বলেন, রাস্তার জন্য আমরা ৩ ভাই জমি ছাড়লেও জমি দাবি করা বাবলু ও মেরাজ রাস্তার জন্য জমি ছাড়েনি। যাকে বলে শক্তের ভক্ত, নরমের জম। গায়ের জোরে জোরপূর্বক তারা আমার প্রাচির ভেঙ্গেছে।
এ নিয়ে কাটাখালী থানায় অভিযোগ করবেন বলেও জানায় ভুক্তভোগী। এ ব্যপারে কাটাখালী থানার অফিসার ইনচার্জকে (ওসি), অবগত করা হলে, তিনি রাত ৮টায় থানায় যোগাযোগ করার জন্য বলেছেন।