ভালুকায় ফরেষ্ট অফিসারের অত্যাচার থেকে বাচতে ফরেষ্ট অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ।

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০১:৫৮:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০১:৫৮:৫৯ পূর্বাহ্ন


ওমর ফারুক তালুকদার, ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের একটি ফরেস্ট ক্যাম্প অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিকেলে ভালুকা রেঞ্জের আওতায় মেহেরাবাড়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ করেন তারা। তাদের দাবী রেকর্ডীয় জমিতে একটি ঘর নির্মান করতে গেলেই ক্যাম্প অফিসার মানিক বিভিন্ন অজুহাতে চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে ভাংচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।


স্থানীয় হাফিজুল নামে এক ব্যাক্তি জানান, এক লাখ টাকা নিয়ে তাকে ঘর নির্মাণের অনুমতি দেয় ক্যাম্প অফিসার। পরে নির্মাণের শেষ মুহূর্তে আরো এক লাখ টাকা দাবী করলে দিতে না পারায় ভাংচুর করা হয়। এর আগে সকালে ওয়ার্ড শ্রমিকদলের নির্মানাধীন কার্যালয় ভাংচুর করেছে বন বিভাগ।


এ ঘটনায়, এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ক্যাম্প অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে। এ বিষয়ে জানতে চাইলে মেহেরাবাড়ী ক্যাম্প ইনচার্জ (ফরেষ্টার) মানিক মিয়া বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]