ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও অটোরিক্সা মালিকদের ডাকা ধর্মঘটে, ভোগান্তিতে সাধারন মানুষ।

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৪:৩৮:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৪:৩৮:৫১ অপরাহ্ন
 
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও জেলার অন্যান্য এলাকায় সিএনজি ও অটোরিকশা মালিক-চালক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

 
২৭ জুলাই (রোববার) সকাল ৮টা থেকে পূর্ব ঘোষণা ছাড়াই এই ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারন জনগন।

 
একাধিক অভিভাবক জানান, ধর্মঘটের কারণে শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে না, শিক্ষক ও কর্মচারীরাও সময়মতো পৌঁছাতে পারছেন না। কৃষক, শ্রমিক, চাকরিজীবী থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ পর্যন্ত যাতায়াত সমস্যায় দিশেহারা হয়ে পরেছে। 

 
এই ধর্মঘটের কারনে ঢাকা সিলেট মহাসড়কেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা গাড়িগুলো তীব্র জ্যামে আটকে যায়। 

 
অন্যদিকে সিএনজি ও অটোরিকশা চালকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। চালকদের একাংশ বলেন, “আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রবেশ করি, তখন ট্রাফিক পুলিশ আমাদের বাধা দেয়। রোগী নিয়ে গেলে গাড়ি আটকিয়ে ৭ থেকে ৮ হাজার টাকা ঘুষ, না দিলে গাড়ি আটক রেখে ড্রাইভারদেরকে হয়রানি করে।

 
চালক ও মালিক সমিতির সাথে কথা বলে জানা যায়, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে। 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]