নকলায় জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০১:৪৭:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০১:৪৭:২৮ অপরাহ্ন
 
 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় সারাদেশের সাথে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। 

 
২৬ জুলাই শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ঢাকায় অনুষ্ঠিত মূল অনুষ্ঠানের সাথে ওই শপথ অনুষ্ঠিত হয়। 

 
শপথ গ্রহণ শেষে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান। 

 
আরও বক্তব্য দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপি'র সদ্য সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, সাংবাদিক হযরত আলী, জুলাই আন্দোলনের স্থানীয় প্রতিনিধি এস এম মাসুম প্রমুখ। অনুষ্ঠানটি সঞালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান। 

 
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই আন্দোলনের প্রতিনিধি, আন্দোলনে নিহত এবং আহত পরিবারের সদস্য, সুধীজন ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]