১৭বছর পর বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেফতার।​

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৫:২৭:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৫:২৭:২৮ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বাঘায় ১৭ বছর আগের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লিটনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টায় বাঘা থানাধীন চক নারায়ণপুর পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার পলাতক আসামী মোঃ মনিরুল ইসলাম ওরফে লিটন (৪২), একই থানার নারায়ণপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। বুধবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে, রাজশাহীর বাঘা থানাধীন চক নারায়ণপুর পালপাড়া এলাকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবত আত্মগোপনে আছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশের নিকট হস্তান্তর করে র‌্যাব-৫। বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।


উল্লেখ্য, গ্রেফতার আসামী লিটন গত ১৭বছর পূর্বে বিপুল পরিমাণ ফেনসিডিল-সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় এবং তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত কর্তৃক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]