
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সজিব নামে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। সোমবার (২১ জুলাই ) রাতে উপজেলার সদর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এ সময় ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক শামসুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। কারাদণ্ড পাওয়া সজিব (১৯) উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার মৃত রমজান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বড় ভাইয়ের অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান উপজেলার সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় মাদকসেবী সজিব ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং নগদ একশ টাকা অর্থদণ্ড দেয়।