জুলাই শহীদ'দের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হিজলা উপজেলা বিএনপি।

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৩:৫২:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৩:৫২:৩৭ অপরাহ্ন


মামুন জমাদার হিজলা প্রতিনিধিঃ বরিশাল উত্তর জেলা বিএনপি কর্তৃক ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি "গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন" উপলক্ষে হিজলা উপজেলা বিএনপি শহীদদের নাম সংবলিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।


২০ জুলাই, সকাল ১১টায়, হিজলা উপজেলার বিসিডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ রিয়াজ, শাহিন ও আতিকের নামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হিজলা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন। উপস্থিত ছিলেন, বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোতাহার হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কামাল সরদার, সাবেক যুগ্ম আহবায়ক মীর মাহফুজর রহমান এলিট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক হেলাল সরদার, উপজেলা যুবদলের নেতা কবির হোসেন, লোকমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের স্মৃতি রক্ষার্থে ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। 


হিজলা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন বৃক্ষ রোপন কর্মসূচি শেষে তার বক্তব্যে বলেন, শহীদদের নামানুসারে বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জন্য তাদের অবদান চিরকাল স্মরণীয় করে রাখা হবে। এই কর্মসূচি আগামী দিনের পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে শহীদদের স্মরণে আরও বড় কর্মসূচি গ্রহণ করা হবে।


এই ধরনের উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার পরিচায়ক এবং এটি পরিবেশ সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]