বোয়ালখালীতে ওসির গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে দুবৃর্ত্তরা

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৬:৪৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৬:৪৩:২৩ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা। 


চট্টগ্রামের বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমানকে বহনকারী চলন্ত গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে হতা-হতের কোন ঘটনা ঘটেনি। তবে ঢি’লের আঘাতে গাড়ির সামনের আয়নায় ফাটল ধরেছে।


গত বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে সরকারি গাড়ি নিয়ে ওসি ফোর্সসহ উপজেলার আরাকান সড়ক দিয়ে থানায় আসছিলেন। আরাকান সড়কের রায়খালী ব্রিজ পাড় হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এলাকায় পৌঁছলে চলন্ত গাড়িতে ঢিল ছুঁড়ে দুর্বৃত্তরা। 


থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান বলেন, কে বা কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এই মূহুর্তে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। ওসি জানান, রাতে ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে টহল দিয়ে থানায় ফেরার পথে এ ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হননি। গাড়ির সামনের আয়নার বাম পাশে ঢিলের আ’ঘা’তে ফাটল ধরেছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]