নান্দাইলে সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:০০:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:০০:০১ পূর্বাহ্ন


নিজিস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাকালীন স্হায়ী কমিটির সাবেক সদস্য ময়মনসিংহ -৯ নান্দাইল ও ময়মনসিংহ -৮ ঈশ্বরগঞ্জ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সাবেক ৪ বারের জাতীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।


১৭জুলাই বৃহস্পতিবার নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্দোগে মোয়াজ্জেমপুর হাসিনা খান চৌধুরী হাফিজিয়া ও নূরানীয়া মাদ্রাসায় স্মরণ সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পালন করে ৪র্থ মৃত্যু বার্ষিকী।


যোহর নামাজবাদ মরহুমের কবর জিয়ারত শেষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে: ওইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি এনামূল হক এনামের সঞ্চালনায়: স্মরণ সভায় বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন-


নান্দাইল উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল মান্নান মাস্টার, জিয়াউর রহমান শাহিন, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুস সালাম শিকদার খোকন, লিটন সরকার, মিজানুর রহমান ভূইয়া, ডা: আমিনুল হক ভূইয়া, যুবদল নেতা জহিরুল হক, মোবারক হোসেন উজ্জ্বল, শাহজাহান কবির,আ:কাইয়ুম, ছাত্রদল নেতা হৃদয় হাসান, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মরহুমের পরিবারের সদস্যগণ সহ সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মঞ্জুরুল হক।


এ সময় দলীয় নেতা কর্মী ও সর্বস্তরের জনগণ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]