বৈরী আবহাওয়ায়ও থামেনি বিজিবির অভিযান- নাইক্ষ্যংছড়িতে ১ লাখ ১৪ হাজার প্যাকেট বার্মিজ সিগারেট উদ্ধার

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:২৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:২৪:১৯ অপরাহ্ন

হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ১১ বিজিবির টহলদলের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত বার্মিজ সিগারেট আটক করা হয়েছে। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় মোট ১ লক্ষ ১৪ হাজার ৮শত আশি প্যাকেট বার্মিজ সিগারেট জব্দ করা হয়। 


নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, গত ০১ জুলাই থেকে ১০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত সীমান্ত এলাকায় টানা অভিযানের অংশ হিসেবে বৈরী আবহাওয়ার মাঝেও চৌকস টহলদল সফলভাবে চোরাচালানবিরোধী এই অভিযান চালায়।

 
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব সিগারেট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। তবে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় এবং মালামাল ফেলে যায়।

 
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস বলেন, আমাদের সদস্যরা অতিবৃষ্টির মধ্যে সীমান্ত পাহাড়ে চ্যালেঞ্জিং টহল পরিচালনা করেছে। মাদক ও চোরাচালান দমনে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এই সিগারেটগুলোর বাজারমূল্য কোটি টাকারও বেশি হবে। এগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।তিনি আরও জানান, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 
স্থানীয় সচেতন মহল বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, বিজিবির এই ধরনের তৎপরতায় সীমান্ত এলাকা অনেকটাই নিরাপদ হচ্ছে। মাদক ও চোরাচালান দমনে এ ধরনের কার্যক্রম আরও জোরদার হওয়া প্রয়োজন।”

 
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে, যা বেসামরিক সমাজে প্রশংসিত হয়েছে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]