
মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জঃ শ্রদ্ধা, ভালোবাসা আর আবেগঘন পরিবেশে বিদায় জানানো হলো সিরাজগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও ১৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের গর্বিত সদস্য প্রফেসর সন্টু কুমার দত্তকে। দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করছেন এই বরেণ্য শিক্ষক। বুধবার কলেজ মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সহকর্মী, ছাত্রছাত্রী ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁকে বিদায় সংবর্ধনা জানান।
অনুষ্ঠানের শুরুতেই কলেজের পক্ষ থেকে প্রফেসর দত্তকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর একে একে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ, সহকারী অধ্যাপকবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি ও প্রাক্তন ছাত্ররা।
অধ্যক্ষ আমিনুল ইসলামের বক্তব্যে উঠে আসে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি বলেন, প্রফেসর সন্টু কুমার দত্ত শুধু একজন শিক্ষক নন, তিনি এই কলেজের এক চলমান প্রতিষ্ঠান। তাঁর নিরবিচারে দায়িত্ববোধ, কঠোর পরিশ্রম ও মমতাময় ব্যবহারে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে আবৃত্তি, সংগীত ও স্মৃতিচারণমূলক ভিডিও উপস্থাপন করা হয়। আবেগঘন পরিবেশে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। প্রাক্তন ছাত্রদের বক্তব্যে উঠে আসে তাঁর অনন্য শিক্ষাদান পদ্ধতি ও অনুপ্রেরণার কথা।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম বলেন, স্যার আমাদের কেবল ইংরেজি শেখাননি, শিখিয়েছেন মানবতা, শিখিয়েছেন সময়ের মূল্য, শিখিয়েছেন কীভাবে মানুষ হতে হয়।
সবশেষে বক্তব্য রাখেন, প্রফেসর সন্টু কুমার দত্ত নিজে। কণ্ঠ রুদ্ধ করা আবেগ নিয়ে তিনি বলেন, এই কলেজ ছিল আমার ভালোবাসার স্থান, আমার দ্বিতীয় পরিবার। সহকর্মী, শিক্ষার্থী আর এই শহরের মানুষের ভালোবাসা পেয়েছি অফুরান। আজকে বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু আমার মন পড়ে থাকবে এখানেই, আমার শ্রদ্ধেয় শিক্ষার্থীদের মাঝে। অনুষ্ঠান শেষে তাঁর সম্মানে এক ভোজের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থী, অতিথি ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
উল্লেখ্য, প্রফেসর সন্টু কুমার দত্ত ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন গর্বিত সদস্য হিসেবে বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। তাঁর শিক্ষাগত দক্ষতা, মানবিকতা ও অধ্যবসায়ের জন্য শিক্ষক মহলে যেমন সম্মানিত ছিলেন, তেমনি শিক্ষার্থীদের মধ্যেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়।
এই বিদায় শুধু একজন শিক্ষকের নয়, বরং একটি যুগের, একটি দৃষ্টান্তের বিদায়। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর ড মোঃ আনারুল হক, শিক্ষক পরিষদ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস, প্রফেসর জসিমউদ্দিন সেখ, প্রফেসর রেজাউল বারী, প্রফেসর রেজাউল হক, প্রফেসর হাবিবুল্লাহ সিদ্দিকি, প্রফেসর হুমায়ূন খালিদ, প্রফেসর সোহেল আশরাফ, তালুকদার, মেহেদি সিদ্দিক, মোঃ রকিবুল ইসলাম স্যার মাহবুব বিন জলিল, মুক্তা রানী সাহা চৌধুরী, মোঃ আশিক-ই- রহমান, মোঃ মোফাজ্জল হোসেন, বিদায়ী শিক্ষক্ষ দত্ত মেয়ে (প্রিওন্তি)।