বোয়ালখালীতে ৩ ফার্মেসিকে জরিমানা, ১টি সিলগালা।

আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০২:০৪:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০২:০৪:৫৪ অপরাহ্ন


এম মনির চৌধুরী রানা।


চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অনুমোদন না থাকায় একটি ফার্মেসি সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার গোমদণ্ডী ফুলতলা ও কধুরখীল চৌধুরী হাট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।


তিনি জানান, গোমদণ্ডী ফুলতলা এলাকার আল ইমাম মেডিকোর মালিক আরিফ হোসেনকে ৫ হাজার টাকা, বোয়ালখালী জেনারেল হাসপাতাল ফার্মেসির রাজু দে’কে ২ হাজার টাকা এবং কধুরখীল চৌধুরী হাটের দরবার মেডিকোর মালিক বেলালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


দরবার মেডিকো ফার্মেসিটি অনুমোদন ছাড়াই পরিচালিত হওয়ায় এবং সঠিক ব্যবস্থাপনা না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়া ত্রিপল বিহীনভাবে বালু পরিবহন করায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২-এর আওতায় নুরুল আলম নামের একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনায় সহযোগিতা করেন চট্টগ্রাম ঔষধ প্রশাসন জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো.আবিদ আহসান।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]