চাঁদাবাজি মামলার আসামী তাইজুল কেরাণীগঞ্জ হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক- চাঁদাবাজি মামলার আসামী তাইজুল (৩৫) কেরাণীগঞ্জ হতে র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
গত ১২/০৪/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকার সময় ভাঙ্গারী ব্যবসায়ী ভিকটিম মো: এমরান হাওলাদার (২৮)’কে আসামী মোঃ তাইজুল ইসলাম (৩৫) এর বাসায় ভাঙ্গারী মালামাল আছে বলে প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে যায় এবং ভিকটিমকে বাসায় আটক রেখে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাঁদা দাবী করে। ভিকটিমের সাথে থাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং একটি স্বার্ণের আংটি নিয়ে নেয়।
পরবর্তীতে ভিকটিমের ভগ্নিপতি আব্দুর রহিম এর নিকট মোবাইলে চাঁদার টাকা চাইলে তিনি আসামীদের বিকাশ নম্বরে ৫,০০০/- টাকা প্রেরণ করেন, এবং তিনি বিষয়টি কদমতলী (ডিএমপি) থানা পুলিশকে অবহিত করলে আসামী মোঃ তাইজুল ইসলাম (৩৫) এর বাসায় পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে ও অপর আসামী মো: অমিত (২৮)’কে গ্রেফতার করে। উক্ত ঘটনায় ভিকটিম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় অভিযোগ দায়ের করলে ডিএমপি, ঢাকার কদমতলী থানার মামলা নং- ১৯, তারিখ- ১৪/০৪/২০২৫ খ্রি:., ধারা- ৩৪২/৫০৬(২)/৩৪/৩৮৫/৩২৩ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলার পলাতক আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীগণকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৮/০৭/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৫.১০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী মোঃ তাইজুল ইসলাম (৩৫), পিতা- মোঃ ইস্কান্দার মিয়া, সাং- নাইরহাট, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।