কালীগঞ্জে মাদক বিরোধী অভিযান: যুবকের ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১১:১৭:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১১:১৭:৩৭ অপরাহ্ন


তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১টি মামলায় মো. নয়ন (২০) নামের এক যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 


রোববার (০৬ জুলাই) বিকেলে এ দণ্ডাদেশ প্রদান করেন, কালীগঞ্জ উপজেলা কালীগঞ্জ নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। সাজাপ্রাপ্ত যুবক নযন উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের মফিজউদ্দিনের ছেলে।     


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামে অভিযান চালায়। এ সময় নয়নকে গ্রেফতারসহ তার কাছ থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী দোষী প্রমাণিত হওয়ায় নয়নকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।     


ভ্রাম্যমান আদাল পরিচালাকালে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল, বেঞ্চ সহকারী মো. আলামিন ভূইয়া প্রমুখ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]