ফেনী সাহিত্য ফোরামের আয়োজনে ভাষা সাহিত্য, সাংবািদকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১১:৫২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১১:৫২:৪৯ অপরাহ্ন
 
ফেনী শহর প্রতিনিধি


৩ জুলাই২৫ শুক্ষবার বিকেল ৩টা মারকায উমর মাদ্রাসা কনফারেন্স হলে মুফতী ইলিয়াস বিন নাজেমের সভাপতিত্বে ও কাজী সিকান্দারের সঞ্চালনায়  ভাষা সাহিত্য ও সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 
এতে পড়া, কী পড়বো? কীভাবে পড়বো, বাংলা বানান রীতি, কী লেখবো কীভাবে লেখবো, কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ, সাংবিধানিকতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন  বিশিষ্ট লেখক, মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন, সাংবাদিক জহির উদ্দিন বাবর, কবি মাওলানা মুনীরুল ইসলাম, কবি ও সাংবাদিক মাসউদুল কাদির, কবি মিজানুর রহমান জামিল।

 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা ওমর ফারুক, সেক্রেটারি, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ফেনী জেলা। মারকায উমর মাদ্রাসা ফেনীর প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, কমিটমেন্ট রিয়েলিটি লি ব্যবস্থপনা পরিচালক মাওলানান একরামুল হক ভূঁইয়া,  মুফতী ফারুক হোসাইন, বিশিষ্ট লেখক, মুহাদ্দিস- ছাগলনাইয়া আজিজিয়া মাদরাসা। দারুল আজহার মডেল মাদরাসা ফেনীর প্রিন্সপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, বিশিষ্ট লেখক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া।

 
আরো উপস্থিত ছিলেন- ফেনী সাহিত্য ফোরামের সদস্য সচিব মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সদস্য কে এম বেলাল হোসাইন পাটোয়ারী, মাওলানা আজিজুল্লাহ আহমদী, মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী।

 
আলোচক হিসেবে ছিলেন- মুফতী মুহাম্মদ আমিমুল ইহসান, শাইখুল হাদীস, লেখক ও গবেষক, ঢাকা। প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ফয়সল,  বিশিষ্ট লেখক, গবেষক ও আলোচক, ঢাকা।  মাওলানা আবদুর রাজ্জাক, বিশিষ্ট লেখক, গবেষক, সাহিত্যিক। সিদ্দিক আল মামুন , সভাপতি, সাংবাদিক ইউনিয়ন ফেনী জেলা। এনামুল হক পাটোয়ারী, সম্পাদক ও প্রকাশক, দৈনিক নয়াপয়গাম। আলী হায়দার মানিক,  নির্বাহী সম্পাদক, দৈনিক ফেনীর সময়। নুর উল্লাহ কায়সার,  বার্তা সম্পাদক, দৈনিক স্টার লাইন, নুর নবী জীবন, প্রকাশক ও সম্পাদক, সাপ্তাহিক স্বদেশপত্র প্রমূখ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]