পিআর পদ্ধতিতের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব: আলহাজ মাসুদ সাঈদী

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১১:০৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১১:০৫:৪৪ অপরাহ্ন

 

মামুন হোসেন পিরোজপুর:

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, পিআর (আনুপাতিক প্রতিনিধি) পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, মনোনয়ন বাণিজ্য বন্ধ, টাকার অপব্যবহার রোধ এবং নির্বাচন ঘিরে দুর্নীতি প্রতিরোধ সম্ভব।

 

শুক্রবার (৪ জুলাই) সকালে পিরোজপুর পৌর জামায়াতের আয়োজনে জেলা কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে তিনি শহরে জনসংযোগ ও ভাড়ানিখাল খনন কাজ পরিদর্শন করেন।

 

মাসুদ সাঈদী বলেন, ‘যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ১৯৮২ সালে জামায়াতের পক্ষ থেকে প্রথম উত্থাপন করা হয়েছিল, যদিও তা বাস্তবায়ন হতে সময় লেগেছিল ৯ বছর—ঠিক তেমনই পিআর পদ্ধতির দাবিও এখন হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু সময়ের ব্যবধানে দেশের জনগণ ও রাজনৈতিক নেতারা তা উপলব্ধি করবেন।’

 

তিনি আরও বলেন, ‘পিআর পদ্ধতির মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এতে শুধু ভোটাধিকার নিশ্চিত হবে না, বরং রাজনীতির দুর্নীতিও অনেকাংশে হ্রাস পাবে। আশা করি, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল ও জনগণ বিষয়টি বুঝতে পারবেন।’

 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর ইছহাক আলী খান, পৌর সেক্রেটারি আল-আমিন শেখ এবং ৫ নম্বর ওয়ার্ড আমীর মোদাচ্ছের হোসাইন।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]