পাথরঘাটায় বিচার বিভাগীয় কর্মীদের কর্ম দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০১:০৩:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০১:০৩:৪৬ পূর্বাহ্ন
 
 
 
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :
 
বরগুনার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মরত কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। কর্ম দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নকে লক্ষ্য করে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ। বৃহস্পতিবার বিকেল চারটায় পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল আদালতের এজলাস কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
 
কর্মশালায় অংশগ্রহণকারী কর্মচারীদের পেশাগত দক্ষতা, নৈতিক দায়িত্ববোধ এবং দাপ্তরিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও গতিশীলতা নিয়ে আলোচনার পাশাপাশি আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে দিকনির্দেশনা প্রদান করা হয়।
 
 
সভাপতির বক্তব্যে এস. এম. শরিয়ত উল্লাহ বলেন, "নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিচার প্রশাসনে সাধারণ জনগণের আস্থা বৃদ্ধি পায় এবং বিচারিক কার্যক্রম আরও কার্যকর হয়।"
 
 
কর্মশালায় উপস্থিত কর্মচারীরা বিষয়বস্তু ও নির্দেশনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
 
 
এতে উপস্থিত ছিলেন, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান, বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি একরাম হোসেন, পাথরঘাটা সেনেটারি ইনেসপেক্টর ফারুক আহমেদ প্রমুখ।
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]