রাজশাহীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরণকারী সাব্বির গ্রেফতার

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১২:৪৩:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১২:৪৩:৫৭ পূর্বাহ্ন

 

 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী দূর্গাপুরে স্কুল নাবালিকা ছাত্রীকে (১৪) অপহরণ মামলার মূলহোতা সাব্বিরকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২ জুলাই) দুপুর পৌনে ২টায় দূর্গাপুর থানাধীন বর্ধনপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মোঃ সাব্বির (২৪), সে দূর্গাপুর থানার পলাশবাড়ি গ্রামের মোঃ শাহাদতের ছেলে। মঙ্গলবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

র‌্যাব জানায়, বর্ধনপুর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে যাতায়াতের সময় বিভিন্ন প্রেমের কু-প্রস্তাবসহ প্রায়ই উত্যক্ত করত। এরই ধারাবাহিকতায় গত ২৪ জুন দুপুর ২টায় স্কুল হতে বাড়ি ফেরার পথে অপহরণকারী ও তার সহযোগীরা দূর্গাপুর থানাধীন বর্ধনপুর হিন্দুপাড়া গ্রামে পৌঁছালে জোরপূর্বক অপহরণ করে সিএনজি যোগে নিয়ে আমগাছীর দিকে নিয়ে যায়।

 

এরপর গত (২৮জুন) স্কুল ছাত্রীর বাদী হয়ে অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর মঙ্গলবার দুপুর পৌনে ২টায় বর্ণীত স্থান থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করাসহ অপহরণকারী সাব্বিরকে গ্রেওফতার করে র‌্যাব। বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে দূর্গাপুর থানা পুলিশ।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]