পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ব্যালট ভোট, সভাপতি স্নেহংশু সরকার ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১০:৩১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১০:৩১:০৯ অপরাহ্ন
 
 
মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী প্রতিনিধি

 
 দীর্ঘ ২৩ বছর পর বুধবার (২রা জুলাই) পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ২০২৫। গত ২৪ শে জুন কেন্দ্র থেকে সম্মেলনের তারিখ ঘোষনার পর সম্মেলন শেষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক  মুজিবুর রহমান টোটন নির্বাচিত হয় । 

 
প্রধান অতিথি হিসেবে সম্মেলনে যোগ দিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত নেতাকর্মী ও দেশবাসীর প্রতি তিনি দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। বক্তব্য শেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

 
১ হাজার ৫১১ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৭২ জন উপস্থিত ভোটার সরাসরি ব্যালটে ভোট প্রদান করেন। সভাপতি পদে ২জন প্রার্থীর মধ্যে স্নেহাংশু সরকার কুট্টি ৭৭৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন,  তার নিকটতম প্রার্থী মাকসুদ আহমেদ বাইজিদ পান্না পেয়েছেন ৪০২ ভোট। সাধারণ সম্পাদক পদে মোট ৬ জন প্রার্থীর মধ্যে মজিবুর রহমান টোটন ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী বশির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট। 

 
অত্যন্ত উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে দীর্ঘ ২৩ বছর পর এই সম্মেলন ও ভোটাভুটি অনুষ্ঠিত হয়। যে প্রথম অধিবেশন বেলা ১১ টায় শেষ হয় এবং বিকাল তিনটায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সন্ধ্যা ছয়টা থেকে গোপন ব্যালট এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় এবং রাত ১১ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ওই রাতেই ব্যালট গণনা করে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 

 
জেলা বিএনপির সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০২ সালের ১৪ এপ্রিল কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাব হোসেন চৌধুরীকে সভাপতি এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। 
 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]