গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৯:৪৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৯:৪৯:২৩ অপরাহ্ন


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।


কর্মসূচির আওতায় বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের বিতরণ করেন।


প্রধান অতিথি বলেন, গাছ আমাদের পরম বন্ধু এবং পরিবেশ ও মানুষের কল্যাণে অপরিহার্য। গাছ আমাদের শ্বাস নেয়ার জন্য অক্সিজেন সরবরাহ করে। ফুল, ফল ও কাঠ সরবরাহ করে। বাতাসকে পরিশোধন করে, মাটির ক্ষয় রোধ করে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে সাহায্য করে। বন্য প্রাণির আবাসস্থল তৈরি করে। মোটকথা গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কিন্ত গাছের সংখ্যা কমে যাওয়া আবহাওয়ার আচরণ বদলে গেছে। পরিবেশ প্রকৃতি বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের বই পড়া উৎসবের মতো গাছ লাগানোর উৎসবও করতে হবে।


গাছের চারা বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শিহাব উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক বদরুল আলম, সহকারি শিক্ষক জাহিদুল আলম, শাহজাহান কবির, কাজি মোহাম্মদ শফিকুল ইসলাম, হুমায়ূন কবির প্রমুখ।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]