তালের চারা ও বেড়া বিতরন

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৮:৪৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৮:৪৩:২৩ অপরাহ্ন
 
 
তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুর, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তাল চাষাবাদ বাড়াতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে তালের চারা ও বেড়া বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় উপজেলা কৃষি অফিস এই উদ্যোগ গ্রহণ করে।

 
বুধবার ২ জুলাই উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফারজানা আক্তার ববি। তিনি তার বক্তব্যে তাল গাছের পরিবেশবান্ধব ও জনবান্ধব নানা উপকারিতার কথা তুলে ধরে পরিবেশ রক্ষায় তাল গাছ রোপণের গুরুত্বের ওপর জোর দেন।

 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ মশিউর রহমান। তিনি বলেন, এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তাল চাষাবাদে কৃষকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হবে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং কৃষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, এই তালের চারা বিতরণ কার্যক্রম নালিতাবাড়ীর গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।
উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমের লক্ষ্য, বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা এবং গ্রামীণ অবকাঠামোতে তাল গাছের ব্যবহার বৃদ্ধি করা।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]