কালীগঞ্জে মাদক মামলায় যুবকের ৭ দিনের কারাদণ্ড

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৫:২৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৫:২৭:৫০ অপরাহ্ন


তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেদী হাসান (২২) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এই দণ্ডাদেশ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। 


জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় দায়েরকৃত মামলায় মেহেদী হাসানকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করেন। আদালতের নির্দেশে তার কাছ থেকে ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং সঙ্গে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর করা হয়। দণ্ডাদেশ কার্যকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা পুলিশের এএসআই হুমায়ুন কবির এবং বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া। 


এই আইনগত পদক্ষেপে স্থানীয় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তারা মাদক নির্মূলে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও আরও কার্যকর ও কঠোর অভিযান পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]