রশুনিয়া উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ফি নেয়া কে কেন্দ্র করে অভিভাবকদের ক্ষোভ

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০২:২৮:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০২:২৮:৫৯ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি, নাদিম হায়দার : সিরাজদিখান উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে অর্ধবার্ষিক পরীক্ষা, পরীক্ষার ফি অভিভাবকদের না জানিয়ে বেশি নেয়ায় ক্ষোভ জানিয়েছেন অভিভাকরা।

 
মঙ্গলবার সকাল ১১.৩০ টার সময় স্কুলে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক মোবাইল ফোন বন্ধ করে অনুপস্থিত রয়েছেন, সহকারী প্রধান শিক্ষক তার মেয়ের এইচএসসি পরীক্ষা থাকায় ছুটিতে আছেন। অভিভাকরা বেতন দিতে এসে বিড়ম্বনায় পরেছেন। এমনকি বুধবার পরীক্ষা থাকায় মঙ্গলবার শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। অনেক অভিভাবক এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।


তারা জানান, গত পরীক্ষায় ফি ছিল ২৫০ টাকা এবার সেই ফি আমাদের না জানিয়ে ৫০০ টাকা ধার্য্য করেছেন, প্রধান শিক্ষক ব্রিলিয়ান্ট পাবলিকেশন এর নিম্নমানের গাইড আমাদের সন্তানদের উপর চাপিয়ে দিয়েছে। প্রায়ই নিয়মবহির্ভূত পরীক্ষা নিয়ে থাকেন তাতে শ্রেনিকক্ষে পাঠদান ব্যহত হয়। প্রশাসনের কাছে আমরা এসব কর্মকাণ্ডের সঠিক বিচার চাই। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]