দীর্ঘ ২৩ বছর পর বিএনপির সম্মেলনকে ঘিরে পটুয়াখালীতে চলছে ব্যাপক আয়োজন, নেতাকর্মীরা আবারও নতুন ভাবে উজ্জীবিত হচ্ছে।

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১২:৩৮:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ১২:৩৮:৩০ পূর্বাহ্ন
 
মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী প্রতিনিধি : দীর্ঘ ২৩ বছর পর ২রা জুলাই পটুয়াখালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপি'র সম্মেলন ২০২৫, সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে চলছে ব্যাপক আয়োজন। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে জেলার মহাসড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত। 


পটুয়াখালী জেলা বিএনপির কমিটিকে নতুন করে ঢেলে সাজানো এবং নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্যই এই সম্মেলনের আয়োজন। সম্মেলনের বাকি আর মাত্র দুই দিন এরই মধ্যে আয়োজনের ৮০ ভাগ প্রস্তুতি সম্পন্ন। গুরুত্বপূর্ণ এ কমিটির উপর নির্ভর করছে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের ভবিষ্যৎ।


গত ২৪ শে জুন কেন্দ্রীয় কার্যালয় থেকে সম্মেলনের তারিখ ঘোষণার পর পরই জেলা সকল স্তরের নেতাকর্মীরা নড়েচড়ে বসছেন। এবারের সম্মেলনে দলের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ৩ জন সাধারণ সম্পাদক পদে ৬ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেছেন।


সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে আজ সকালে পটুয়াখালীতে এসে উপস্থিত হয়েছেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। তাকে স্বাগত জানাতে সকাল থেকে শহর জুড়ে চলছে নেতাকর্মীদের সমাগম। আহবায়ক কমিটির ৩০ জন সহ ১৪ টি ইউনিটের ১৪১৪ জন ভোটার উপস্থিত থেকে ভোট প্রদান করবেন বলে জানা যায়। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]