​এস.এস.সি পরিক্ষা কেন্দ্রে ভয়াবহ আগুন

আপলোড সময় : ১১-০৪-২০২৫ ১২:২২:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৫ ১২:২২:২৬ পূর্বাহ্ন



রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এস.এস. সি পরিক্ষা কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

আজ (১০ এপ্রিল) বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত সাড়ে ৮টার সময় জেলা প্রশাসন কার্যালয়ের মুল ফটকের বাম পাশে অবস্থিত কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শ্রেণী কক্ষগুলোতে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

মুহুর্তেই দাওদাও করে আগুন জ্বলতে থাকে। স্কুলের পাশেই অবস্থিত পুলিশ সুপারের কার্যালয়। আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রত্যকক্ষদর্শীরা। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে আগুন নিয়ন্ত্রণে। তার আগেই চারটি কক্ষ পুরে ছাই হয়ে যায়। পরে এক ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের কয়েকটি শ্রেণি কক্ষে আগুন জ্বলতে থাকে। এসময় আগুনে কক্ষে থাকা চেয়ার, টেবিল, ফ্যান পুড়ে আঙ্গার হয়ে যায়। 

এসময় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: মোতালেব হোসেন জানান, এটি চলমান এসএসসি পরিক্ষার কেন্দ্র ছিল প্রতিষ্ঠানটি। তবে পরীক্ষার্থীদের ঘাবড়ানোর কোন কারণ নেই। প্রতিষ্ঠানের যে কক্ষগুলোতে আগুন লেগেছে সেগুলোতে সিট প্লানিং ছিল না। আজ যেভাবে এসএসসি পরীক্ষা হয়েছে ।আগামীতেও সেভাবেই পরিক্ষা হবে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্রই দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে জন্য ছুটে আসে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। রক্ষা করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।




সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]